Amar Ekla akash Song Lyrics

 Amar Ekla akash lyrics : from ekla akaah bengali movie 2014 .The song is sang by sandipan Roy and Shreya Ghoshal .Music composed by Geet Ganguly


Movie :Ekla Akash

Singers: Sandipan Roy and Shreya Ghoshal

Music:Geet Ganguly

Lyrics :Sandipan Roy





AMAR EKLA AKASH LYRICS IN BENGALI:



আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে
আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতামপেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর
রোদ গাইতোআমি ভাবতাম
তুমি কোথায় কতদূর

আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে

অলস মেঘলা মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতোছুঁতে চাইতো
তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক
ধূলো মাখা বইয়ের তাক
যেনো বলছেবলে চলছে
থাক অপেক্ষাতেই থাক

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে।।

Comments

Popular posts from this blog

রূপং দহি Song lyrics

পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় lyrics

Aaya tere dar par diwana lyrics