পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় lyrics
Song:পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
Artist:Mahatim shakib
PURNIMA SANDHAY RAJANIGANDHY SONG LYRICS IN BENGALI:
পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে
উদাসী মন দায়
পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে
উদাসী মন দায়
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে
রঙিন স্বপন মাখা
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে
রঙিন স্বপ্নন মাখা
তোমার চাঁদের আলো
মিঠায় আমার
দুখ সুখের সকল অবসান
ফাগুন হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান
আমার আপন হারা প্রান
আমার বাঁধন ছেরা প্রান
ও ফাগুন.......
যদি কেউ কথা না কয়
ওরে রে ওরে রে অভগা
কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়(২)
তবে পরান খুলে তুঁই মুখ ফুটে
তোর মনের কথা একলা বল রে
যদি তোর ডাক শুনে নে কেউ না আসে
তবে একলা চলো রে(২)
তবে একলা চলো একলা চলো
একলা চলো একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
বুঝি গো রাত পোহালে
বুঝি ঐ রবির আলো আভাসে
দেখা দিল গগন পারে
বুঝি গো রাত পোহালে বুঝি ঐ রবির আলো আভাসে দেখা দিল গগন পারে
সমুখে ঐ হেরিপথ
সমুখে......ঐ হেরিপথ
সমুখে ঐ হেরিপথ
তোমার কি রথ পৌছাব না মোর দুয়ারে
ভেঙে মোর
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
Comments
Post a Comment