আমার নিশীথ রাতের বাদল ধারা লিরিক্স







রবীন্দ্র সংগীত
Singer :Poushali Banerjee



আমার নিশীথ রাতের বাদল ধারা
আমার নিশীথ রাতের বাদল ধারা
এসো হে ,গোপনে
আমার স্বপ্ননলোকে দিশাহারা
নিশীথ রাতের বাদলধারা
এসো হে ,গোপনে
আমার স্বপ্ননলোকে দিশাহারা
নিশীথ রাতের বাদলধারা



ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরানোও মন
চাই নে ,আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথ রাতের বাদলওধারা
আমার নিশীথ রাতের বাদল ধারা



যখন সবাই মগনও ঘুমেরও ঘোরে
নিয়ো গো ,নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরন করে
 সবাই মগনও ঘুমেরও ঘোরে
নিয়ো গো ,নিয়ো গো
সবাই মগনও ঘুমেরও ঘোরে
আমার ঘুম নিয়ো গো হরন করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো ,দিয়ো গো
আমার চোখের জলে দিও সারা
আমার নিশীথ রাতের বাদল ধারা
এসো হে ,গোপনে
আমার স্বপ্ননলোকে দিশাহারা
নিশীথ রাতের বাদলধারা।

Comments

Popular posts from this blog

রূপং দহি Song lyrics

পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় lyrics

Aaya tere dar par diwana lyrics