Asomoyee Brishti Lyrics

Asomoyee Brishti Lyrics
Mekhla Dasgupta
















Asomoyee Brishti Lyrics By Mekhla Dasgupta
Song:Asomoyee Brishti
Singer ans Composer:Mekhla Dasgupta
lyrics:Arindom Satpati
Directot:Swarup
Art Director:Sampriti
DOP:Promit 
Editor:Sushobhon


Asomoyee Brishti Lyrics In Bengali:
অসময়ি এ বৃষ্টিতে আমি,
অসময়ি এ বৃষ্টিতে তুমি,
কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে,
ধুয়ে যাক না এ মন অভিমানী।

মেঘলা আকাশ, হাল্কা হাওয়া,
যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া।
আধখোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ,
তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ।
আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।

হালকা পায়ে রঙ ধোয়ানোর আবদার,
মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার।
রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল,
রঙিন সাজুক আমার শহর অনর্গল।

মেঘেরা ক্লিপ খুলেছে মন জুড়োয় খুশিতে,
হাল্কা হাওয়ার সিম্ফোনিতে,
কাটছে আজ অবসর।

আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।

এর ফাঁকেই নাম না জানা ইচ্ছে,
ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে।
বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প,
আবছা আলো আর না বলা গল্প।

তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি,
আর নিজেকে,
ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তারপর।

আধভেজা প্রহর, আধভেজা শহর,
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর

Comments

Popular posts from this blog

রূপং দহি Song lyrics

পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় lyrics

Aaya tere dar par diwana lyrics