Jodi Bolo Lyrics

     Film:ONE
                                                 Music:Arindom
                                               Singer:Arijit Singh
                                           Lyrics:Prasen

                যদি বলো
                 যদি বলো নদী হবো
তারা হয়ে জ্বলে যাবো
পাখি হয়ে ধরা দেবো
বসে আছি
যদি বলো নদী হবো
তারা হয়ে জ্বলে যাবো
পাখি হয়ে ধরা দেবো
বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
মিশে আছি তোমাতে
ফিরে আসি যেতে যেতে
তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও
আমি থাকবো দাড়িয়ে
রেখো হাতটা বাড়িয়ে
যদি বলো ছায়া হয়ে যেতে পারি
এলোমেলো আলো জ্বেলে নিতে পারি
যত ভালবাসা ঢেলে দিতে পারি
বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
মিশে আছি তোমাতে
কে যে মন কেমন তোমারি জন্যে হয়
আবার এসো না পালিয়ে, এখনি
যেটুকু মন খারাপ তোমারি জন্যে হয়
আমার যেটুকু মন ভালো, তোমারি
যদি বলো ছায়া হয়ে যেতে পারি
এলোমেলো আলো জ্বেলে নিতে পারি
যত ভালবাসা ঢেলে দিতে পারি
বসে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
মিশে আছি তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে, পড়াতে
ভালো হয়, ভালো হয়
মিশে আছি তোমাতে




Comments

Popular posts from this blog

রূপং দহি Song lyrics

পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় lyrics

Aaya tere dar par diwana lyrics